ভোটারদের কেন্দ্রে আনাই আমাদের চ্যালেঞ্জ: পাপন
বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না এলে কেন্দ্রে ভোটারদের উপস্থিত কম থাকবে। এতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা অনেক কমে যাবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ- ৬ আসনের চতুর্থবারের নৌকার মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, তখন মানুষ মনে করবে নৌকা তো জিতবেই। আমরা ভোট কেন্দ্রে গিয়ে কী হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তিনি সারাবিশ্বকে দেখাতে চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে করতে হয়।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভৈরবের আইভি ভবন প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে পাপন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার তা আমাদের করতে হবে। ভোট দেওয়ার জন্য ভোটারদের কেন্দ্রে আনতে হবে। একজনের ভোট আরেকজন দিতে পারবে না, যার যার ভোট তাকেই দিতে হবে। তাই ভোটারদের কেন্দ্রে আনতে এটাই আমাদের মূল চ্যালেঞ্জ।
বিসিবি সভাপতি বলেন, যদি বিএনপি নির্বাচনে না এসে দেশে নির্বাচন বন্ধ করতে চায় তাহলে তাদের আর ছাড় দেওয়া হবে না। তাদের কঠিনভাবে প্রতিরোধ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।