Image description
ভিডিও >> হলুদ মিডিয়ার আড়ালে চাপা পড়ে যাচ্ছে আসল ঘটনা
হলুদ মিডিয়ার আড়ালে চাপা পড়ে যাচ্ছে সত্য ঘটনা। হরেক রকমের মিডিয়ায় পাওয়া হরেক রকমের মুখরোচক নানা বানোয়াট খবর। অনেক সময় দেখা বাস্তব ঘটনার সাথে মিডিয়ার খবরের কোনো সত্যতাই খুঁজে পাওয়া যায় না। নিজের মত করে বানিয়ে, তাতে রং মেখে, নিজের মতাদর্শের সাথে মিল রেখে তৈরি করা হয় এসব খবর। যা দর্শক দেখে পুলকিত হয় আবার বিচলিতও হয় কিন্তু দর্শক কি জানে আসল ঘটনা আসলে কোনটা? নিচের ছোট্ট শর্ট ফিল্মটি দেখলে আপনার সেই ধারণা বদলে যাবে। ভাবতে শিখবেন আসল নকলের মাঝের ফারাক। [youtube]XPniN1Ebn2w[/youtube]