দাবি দাওয়া নিয়ে রাস্তা-ঘাটে অবস্থান নিয়ে ব্যঘাত সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেন, গত সাড়ে ১৫ বছরে বঞ্চিত অনেকে দাবি-দাওয়া নিয়ে হাজির হচ্ছেন। এতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমি কথা দিচ্ছি সকল ন্যায্য দাবির সমাধান হবে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা।
শেখ হাসিনার সরকার পতনের পর নানান শ্রেণি-পেশার মানুষ নানান দাবি নিয়ে সরব হচ্ছেন। অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। হামলা-ভাঙচুরের জেরে অনেক শিল্প-কারখানা বন্ধ রয়েছে। এ অবস্থায় জাতির উদ্দেশে ভাষণে এসে এমন প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস।
ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যার স্মৃতি ধরে রাখতে ‘জুলাই গণহত্যা ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে নিহত ও হতাহতদের এই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা এই ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সরকার ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশিসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বলে জানান ড. ইউনূস। বলেন, ভারত-পাকিস্তানসহ প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক চাই।
তিনি আরও বলেন, সাইবার আইনসহ সব কালো আইন বাতিল ও প্রয়োজনে সংস্কার করা হবে।
ভাষণে বন্যা পরবর্তী পুনর্বাসনে দেশবাসীর সহযোগিতা চান ড. ইউনূস।
ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন