
টেক জায়ান্ট আইবিএম এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে।
টেক জায়ান্ট আইবিএম এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরে প্রযুক্তির খাতের বিভিন্ন অংশে এ পরিকল্পনা বাস্তবায়ন হবে। খবর আনাদোলু।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙা করতে সহায়তা করবে এবং একই সঙ্গে কম্পিউটিংয়ে আইবিএমের বৈশ্বিক নেতৃত্বকে আরো গতিশীল করে তুলবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ১৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনার ফলে আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে কোয়ান্টাম কম্পিউটারের উৎপাদন বাড়বে।
আইবিএমের এ বিনিয়োগ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ প্রযুক্তি নিয়োগদাতায় পরিণত করতে পারে। এছাড়া বিশ্বের বৃহত্তম কোয়ান্টাম কম্পিউটার সিস্টেমের মালিকানা নিশ্চিত করতে পারে প্রতিষ্ঠানটি। এতে কোয়ান্টাম কম্পিউটারের উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে যুক্তরাষ্ট্র।
আইবিএমের চেয়ারম্যান অরবিন্দ কৃষ্ণ বলেন, ‘প্রযুক্তি শুধু ভবিষ্যৎ গড়ে না, এটি ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করে। আমরা প্রতিষ্ঠার ১১৪ বছর ধরে মার্কিন কর্মসংস্থান ও উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে এসেছি। এ বিনিয়োগ ও উৎপাদন প্রতিশ্রুতির মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে আইবিএমই হবে বিশ্বের সবচেয়ে উন্নত কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতার কেন্দ্রবিন্দু।’
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসার পর বিভিন্ন খাতের একাধিক জায়ান্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
এর মধ্যে প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে সর্বশেষ যুক্ত হয়েছে আইবিএম। এর আগে অ্যাপল ও এনভিডিয়া ৫ হাজার কোটি ডলার করে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ওরাকল, ওপেন এআই ও সফটব্যাংক মিলে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে। মেটা ও মাইক্রোসফট যথাক্রমে ৬ হাজার ৫০০ ও ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এছাড়া অ্যামাজন ১ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এ বিনিয়োগগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং, চিপ উৎপাদন ও ডাটা সেন্টার অবকাঠামো উন্নয়নের দিকে কেন্দ্রীভূত।