Image description

রাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর কসবা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- পবা উপজেলার ধর্মহাটা এলাকার লিটন মিয়া (৪০) ও গোদাগাড়ী উপজেলার বালিয়াডাইন এলাকার রাসেল (২৪)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, কসবা এলাকায় সড়ক দুর্ঘটনার মোট ৯ জন যাত্রী এখানে এসেছে। এদের মধ্যে দুইজনকে মৃত ও ৫ জনকে ভর্তি করা হয়েছে।

নগরীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, দামকুড়া থানাধীন হরিপুর নামক স্থানে বাস ও অটোরিকশার সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটেছে। এতে অটোর সবাই আহত হয়। তাদের দুইজন রামেক হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।