Image description

দেশের অর্ধেকের বেশি মানুষ ধনী‑দরিদ্র অর্থনৈতিক বৈষম্যকে সবচেয়ে বড় সংকট বলে মনে করে। পাশাপাশি নারী‑পুরুষ বৈষম্য, জাতিগত ও ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্য ইত্যাদিকেও অর্ধেকের বেশি মানুষ সবচেয়ে বড় উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে।

দেশের সবচেয়ে বড় সংকট আসলে কী, মানুষ কী মনে করে–এ নিয়ে জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ৩৬টি দেশের ওপর পরিচালিত এই জরিপে ৪১ হাজার ৫০৩ জনের মতামত নেওয়া হয়েছে।

মার্কিন জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার গত ৯ জানুয়ারি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৈষম্যকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বেশির ভাগ মানুষ বলছেন, রাজনীতিতে ধনীদের প্রভাব এর অন্যতম প্রধান কারণ। এতে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

এতে বলা হয়, বাংলাদেশের ৫১ শতাংশ মানুষ মনে করে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা দরকার। আর অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করা দরকার বলে মনে করে ৩১ শতাংশ। ছোটখাটো পরিবর্তন কিংবা কোনো পরিবর্তন না আনার পক্ষে মত দিয়েছে ১১ শতাংশ বাংলাদেশি।

প্রতিবেদনে বলা হয়, দেশের ৫৩ শতাংশ মানুষ মনে করে ধনী ও দরিদ্রের মধ্যে থাকা বৈষম্য দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি। পাশাপাশি ৩০ শতাংশ এই বৈষম্যকে মধ্যম পর্যায়ের উদ্বেগের কারণ বলে মনে করে। জাতিগত বৈষম্যকে অন্যতম বড় সমস্যা হিসেবে দেখছে ৪৬ শতাংশ বাংলাদেশি।

নারী ও পুরুষের অধিকারের ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, তাকে প্রধানতম সমস্যা হিসেবে মনে করে জরিপে অংশগ্রহণকারীদের ৩৭ শতাংশ। বাংলাদেশের ৫৩ শতাংশ মানুষ মনে করে, ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার হওয়া দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। মোট ৭৫ শতাংশ মনে করে, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ৫৮ শতাংশ মানুষ মনে করে, রাজনীতিতে ধনীদের অনেক বেশি প্রভাব রয়েছে। আর এটি দেশের সমস্যার অন্যতম প্রধান কারণ। এ ছাড়া শিক্ষা ক্ষেত্রে সমস্যার কথা বলেছে ৩৮ শতাংশ মানুষ। সে কারণে অর্থনৈতিক অসমতা বিদ্যমান বলে মনে করছে তারা।

বাংলাদেশের ৪৪ শতাংশ মানুষ মনে করে, অর্থনৈতিক অসমতার একটি কারণ হচ্ছে, একটি অংশ বাকিদের চেয়ে বেশি কাজ করে। আর এ কারণে সমস্যা ও অসমতার দিকে রয়েছে দেশের অর্থনীতি।

মূলত ২০২৪ সালের প্রথম ৫ মাসে এই গবেষণা করা হয়। বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে এই জরিপ করা হয় একদম মুখোমুখি কথা বলার মাধ্যমে।

এ তো গেল বাংলাদেশ পরিস্থিতি। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্যকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছে ৫৪ শতাংশ মানুষ। আর বেশির ভাগ মানুষ বলছে, রাজনীতিতে ধনীদের প্রভাব এর প্রধান কারণ। আর একে ‘গ্রেট ডিল’ হিসেবে মনে করে ৬০ শতাংশ মানুষ।

৩৬টি দেশের মধ্যে ৩৩টি দেশের বেশির ভাগ মানুষ মনে করে, তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করা অথবা পুরো বদলানো দরকার। এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা, সাব-সাহারান আফ্রিকা ও মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলের মধ্যম আয়ের দেশগুলোর মানুষ এই পরিবর্তন চায়। এমন তথ্যই এসেছে পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত প্রতিবেদনে।