Image description

রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে গণঅভ্যুত্থানে আহতরা ফের সড়ক অবরোধ করেছেন। রোববার সকালে এ অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

আহতরা পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। আহতের বেশ কয়েকজন সড়কের ওপর শুয়ে পড়েন।

 

জানা গেছে, গত তিন মাস আগেও জুলাই আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তখন মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা সরে যায়।

 

পরে তাদের সঙ্গে একটি বৈঠকে ৫ কার্য দিবসের মধ্যে আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, চিকিৎসা ও ভাতা ব্যবস্থার বাস্তবায়ন করার কথা ছিল। এরপর এতদিনে তাদের কোনো দাবিও সরকার পূরণ করেনি। এতে তারা মানেবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে গণঅভ্যুত্থানে আহতরা ফের সড়কওসি গোলাম আজম জানান, সড়কে যানজট হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।