রাজধানীর বনশ্রীতে শিশু সন্তানকে হত্যার অভিযোগে তাসনিয়া চৌধুরী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আয়না নুর ইসলাম (০৪) নামের ওই শিশুকে হত্যা করা হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গুলজার হোসেন বলেন, “খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বর বাসার ব্লক-এল এর এক বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুর বাবার কাছ থেকে জানতে পারি, দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান তার স্ত্রী। টাকা না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাসনিয়া ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে এবং পাশে থাকা ছেলেকেও মারধর করেন।”
“তাসনিয়া চৌধুরী মাদকসেবী বলে জানতে পেরেছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।” বলেন এসআই মো. গুলজার হোসেন।
(ঢাকাটাইমস