জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে এখন পর্যন্ত ৮৩ জন লিখিত জবাব দিয়েছেন, তাদের বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।
এর আগে, গত বছরের মার্চ মাসে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় ওই ১২৮ জনসহ মোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর গত বছরের ২ নভেম্বর অভিযুক্তদের ৪০৩ জনকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৮৩ শোকজের জবাব দিয়েছেন। বিষয়টি আমরা সংশ্লিষ্ট হল, বিভাগ এবং ছাত্রনেতাদের অবগত করেছি। হল ও বিভাগ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা এ সপ্তাহেই সভা করে সিদ্ধান্ত নিতে পারব।
তিনি আরও জানান, এর বাইরে যারা আছেন তাদের বিষয়টি পরবর্তী শৃঙ্খলা পরিষদের সভায় উত্থাপন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শীর্ষনিউজ