Image description

রাজধানীর ওয়ারী এলাকায় একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৮ জন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ওয়ারী থানাধীন পাস্তা ক্লাব রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে। আহতরা রেস্টুরেন্টের কর্মচারী। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, রাতের ব্যস্ত সময়ে হঠাৎ বিকট শব্দে রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন, ধোঁয়া ও তাপ ছড়িয়ে পড়লে রান্নাঘর এবং আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় রান্নাঘরে কর্মরত ও নিকটবর্তী কর্মচারীরা দগ্ধ ও আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে এবং নিচতলার গ্রাহক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আহতদের মধ্যে রয়েছেন রেস্টুরেন্টের ক্যাশিয়ার শাহ আলম (৪৫) এবং কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। আহতদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ ও আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন, একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উদ্ধার কাজে অংশ নেওয়া ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের পর রান্নাঘরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভেতরে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়। দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার আকস্মিকতায় বিস্তারিত তথ্য তখন সংগ্রহ করা সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ জানান, হাসপাতালে দুজন দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, একজনের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর হলেও অন্যজনের অবস্থা স্থিতিশীল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোট আহতদের মধ্যে পাঁচজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ বা ত্রুটিপূর্ণ সংযোগ থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।