Image description

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় ঐক্যের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রিকশা মার্কার গণজোয়ার দেখে অনেকেরই মাথা খারাপ হতে পারে। তারা নানাভাবে উস্কানি দিয়ে আমাদেরও সীমালঙ্ঘন করতে বাধ্য করতে চাইবে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিমালা অনুসরণ করে অত্যন্ত সহনশীলতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। মনে রাখতে হবে, আমরা দায়িত্বশীল মহল; আমরা কারও উস্কানিতে পা দেব না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা জুমা মামুনুল হকের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগর ও আদাবর হয়ে মোহাম্মদপুর পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ মিছিল শেষে আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি। এজন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করব। তবে আমাদের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তবে সে বোকার স্বর্গে বসবাস করছে।

বিভিন্ন উস্কানির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘অনেকেই বাইরে থেকে এসে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। ১২ তারিখ পর্যন্ত তারা আমাদের মোহাম্মদপুরের মেহমান। বাইরে থেকে এসে যতই গণ্ডগোল বাধাতে চেষ্টা করুক, মেহমান হিসেবে আমরা তাদের সাথে গণ্ডগোলে জড়াব না; বরং চা-নাস্তা দিয়ে আদর-আপ্যায়ন করাব।