অল্প কয়েকদিন পরই পবিত্র মাহে রমজান। জ্যোতির্বিদ্যা অনুযায়ী, চলতি বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। যদি ১৯ ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান শুরু হয় তাহলে সেদিন থেকেই ইসলাম ধর্মের অনুসারীরা পুরো মাসে দিনব্যাপী পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধির আমল করেন।
তবে যেহেতু পৃথিবীর সব দেশে দিনের দৈর্ঘ্য সমান নয় তাই একেক দেশে রোজার দৈঘ্য একেক রকম। সাধারণত রোজার দৈর্ঘ্য নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপর। বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে দিনের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। কিন্তু উত্তর বা দক্ষিণের দেশগুলোতে ঋতুভেদে দিনের সময়ের তফাৎ বেশি হয়।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ আরব ও মুসলিমপ্রধান দেশে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় ‘মাঝারি’ রোজা হিসেবে ধরা হচ্ছে।
কায়রোতে রোজার সময় মাসের শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট, শেষের দিকে ১৩ ঘণ্টার কাছাকাছি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে প্রাথমিক রোজা সময় ১২–১৩ ঘণ্টার মধ্যে।
লেভান্ত অঞ্চল ও উত্তর আফ্রিকা
লেবানন, সিরিয়া, জর্ডান ও ইরাকে একই রকম। মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়াতেও সামান্য পার্থক্য থাকলেও মোটামুটি ১২–১৩ ঘণ্টার মধ্যে রোজা থাকবে।
ইউরোপ ও উত্তর আমেরিকা
নিউইয়র্কে রোজার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৩০ মিনিট, মার্চে গিয়ে ১৩ ঘণ্টার সামান্য বেশি হতে পারে। যুক্তরাজ্য, জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে মধ্যপ্রাচ্যের তুলনায় রোজার সময় কিছুটা বেশি হবে।
চরম উত্তরের দেশগুলো
উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে পূর্ববর্তী রমজানে রোজার সময় ১৬ ঘণ্টারও বেশি হয়েছে। এমন এলাকায় মুসলমানরা সাধারণত নিকটবর্তী মধ্যম দেশ বা মক্কার সময়সূচি অনুসরণ করেন।