জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিটুডে ডট নেট এখনও ব্লক রয়েছে। মঙ্গলবার থেকে মোবাইল ডাটা ব্যবহার করে সাইটটি ব্যবহার করা যাচ্ছে না। এ নিয়ে সরকারের নানা পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
ডিজিটাল অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এর এক রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণফোনের একজন মুখপাত্র তাদের জানিয়েছেন, বিটিআরসি থেকে পাওয়া নির্দেশনা অনুসারে ওয়েবসাইটটি ব্লক করে দেওয়া হয়েছে। অন্যদিকে, মোবাইল অপারেটর রবি ওয়েবসাইটটি ব্লক করার দায় অস্বীকার করেছে। রবির চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অফিসার শাহেদুল আলম বলেন, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা নিজেরা কোনো ওয়েবসাইট ব্লক করতে পারি না। সরকার চাইলে করতে পারে। এ প্রক্রিয়ার কোনো পর্যায়েই আমাদের সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে জানতে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে আরটিএনএন দুই দফায় যোগাযোগ করে। তিনি নিশ্চিত করেছেন যে, এ ধরনের কোনো ফাইল তিনি অনুমোদন করেননি। প্রধান উপদেষ্টার দপ্তরের একটি সূত্র জানিয়েছে, তারাও এ ব্যাপারে অবগত নন।
এই সময়ে এসে সরকারের ভেতরে কারা একটি অনলাইন সংবাদমাধ্যম ব্লক করল, তা নিয়ে নানামুখী আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে বহু মানুষ এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। ড. ইউনূসের সরকারের সময়ে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়।
বিডিটুডের সম্পাদক ড. মোকাররম হোসেন এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বিডিটুডে ডট নেট বাংলা ভাষার একটি জনপ্রিয় নিউজ সাইট। বিগত ১৪ বছর ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী খবর প্রচার ও প্রসারে বিডিটুডে ছিল আপসহীন। ফলে, বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর ভারতীয় দোসররা সাইটটি ষাটেরও অধিকবার বাংলাদেশে ব্লক করে দিয়েছিল।
তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বিডিটুডে কোনো ভুঁইফোড় নিউজ সাইট নয়। বাংলাদেশে কোম্পানি আইনে সাইটটি নিবন্ধিত। এরপরও জুলাই বিপ্লবের ফসল বর্তমান সরকার ও তার বিভিন্ন মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসররা ফের বিডিটুডেকে ব্লক করে দিয়েছে। আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অবগত হয়েছি যে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশেই বিডিটুডে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বিডিটুডের ওপর থেকে ব্লক তুলে নেওয়ার দাবি জানাই।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত বিডিটুডে ডট নেট পোর্টালটির ফেসবুক পেজে প্রায় ১৩ লাখ অনুসারী রয়েছে।