ফেনীতে স্কুল ছাত্র আহনাফ আল মাঈন নাশিতকে হত্যায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ. এন. এম মোরশেদ খান এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের পিপি শাহাবুদ্দিন।
নিহত ১০ বছর বয়সী আহনাফ আল মাঈন ওরফে নাশিত ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর গ্রামের আনসার আলী ফকির বাড়ির মাঈন উদ্দিন সোহাগের ছোট ছেলে। সে ফেনী গ্রামার স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিস্তারিত আসছে …