Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে ‘দুইদিন পর’ পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে আজ বুধবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আমার সিদ্ধান্তে অটল আছি। আমার কিছু কাজ ‘পেন্ডিং’ রয়েছে। এ কাজগুলো শেষ করে আমি আগামী দুইদিন পর পদত্যাগ করবো।’

২০২৫ সালে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক ঘটনায় সমালোচনার শিকার হন তিনি। এরপরই সোমবার ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। তবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা, সে বিষয়টি ফেসবুক পোস্টে স্পষ্ট করেননি।

এর আগে গত বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত ও ফুটপাতের দোকান উচ্ছেদের সময় গভীর রাতে এক বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর অভিযোগ ওঠে সর্বমিত্রের বিরুদ্ধে। সেই ঘটনার পর এবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ঘটনার ভিডিওতে দেখা যায়, সর্বমিত্র এক হাতে স্টাম্প নিয়ে কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করাচ্ছেন। কেউ কান না ধরলে স্টাম্প হাতে শাসাতে দেখা যায় তাকে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবারও ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডাকসুর এ নেতা।