ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন দলের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যা ৬ টায় জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের ১৬ নং ওয়ার্ড আয়োজিত মিছিলটি তালতলা বাসস্ট্যান্ড হতে শামীম স্মরণী, হালিম ফাউন্ডেশন, মোল্লা পাড়া হয়ে তাল তলা বাজারে গিয়ে শেষ হয়।
মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিমের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য জিয়াউল আহসান, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পুর্ব আমির শাহআলম তুহিন, আব্দুল আওয়াল আজম, থানা সেক্রেটারি- মুহাম্মদ আবু নাহিদ, এছাড়া জাকির হোসেন, রুহুল আমীন, আবু সাঈদ খুদরি, মুস্তাফিজুর রহমান, জাহাংগীর আলম, ছাত্রশিবির ও শ্রমিক নেতা সহ স্থানীয় ব্যক্তিরা।
পরে ঢাকা-১৫ আসনের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম, থানা সেক্রেটারি আশিকুর রহমান সহ স্থানীয় নেতারা।
১৪ নং ওয়ার্ডের উদ্যোগে সন্ধ্যা ৭ টায় শেওড়াপাড়া শামীম স্মরনী থেকে গণসংযোগ ও মিছিল শুরু হয়ে ইকবাল রোড,আনন্দ বাজার,বডার বাজার, পশ্চিম শেওড়াপাড়ার বিভিন্ন রোড প্রদক্ষিন করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।
এই গণসংযোগে উপস্থিত ছিলেন- কাফরুল দক্ষিণ থানা আমির আব্দুল মতিন খান, পেশাজীবি নেতা মাস্টার শহিদুল্লাহ, থানা সেক্রেটারি আতিকুর রহমান রায়হান, থানা কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতার।