Image description
গণতন্ত্র, ভোটাধিকার ও পরিবর্তনের বার্তা দিচ্ছেন প্রার্থীরা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী সভা, পথসভা ও গণসংযোগে দলগুলোর নেতাদের বক্তব্যে উঠে আসছে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, ব্যালটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পরিবর্তন, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের কথা। কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, গাজীপুর ও চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে এসব বক্তব্য দেন নেতারা। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি, আগের রাতেই ভোট হয়ে গেছে।
এখন জনগণের সামনে একটি সুযোগ এসেছে।

গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে গণসংযোগকালে তিনি বলেন, ‘আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে। তিনি ভারতে গেছেন ভালো করেছেন। এলাকার সমর্থক-কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না।
আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।’

কুমিল্লা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া এবং এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।
তিনি বলেন, যারা এসব কার্ড নিয়ে যাবে, তাদের আটকাতে হবে। চিফ ইলেকশন কমিশনারও এটিকে বেআইনি বলে উল্লেখ করেছেন।

গতকাল বিকেলে কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রামের চিওড়া স্কুল মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি দল ভারতের সঙ্গে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, যা এ দেশের মানুষ কখনো মেনে নেবে না।

নারায়ণগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, একটি স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়।
তিনি বলেন, ওই শক্তি ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না, বরং শরিয়াহর নামে জনগণকে বিভ্রান্ত করবে।

গতকাল বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠ এলাকায় এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হওয়ায় জনগণ তাদের মালিকানা ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

গতকাল সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদের অঙ্গীকার, ছাত্র-জনতার প্রত্যাশা, এ দেশের সব মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

খুলনা : খুলনা-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের সুযোগ রয়েছে।

গতকাল সকালে খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী রাজনীতির প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, আগে যুদ্ধ হতো তরবারি, তীর-ধনুক ও কামান দিয়ে; এখন যুদ্ধ হচ্ছে ব্যালট দিয়ে। সহিংসতা, সন্ত্রাস ও জোরপূর্বক ক্ষমতা দখল ইসলাম সমর্থন করে না এবং জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই রাষ্ট্র ও সরকার পরিবর্তনের পক্ষে।

কুমিল্লা (দেবীদ্বার) : কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সাধারণ মানুষ, তরুণ ও নারী ভোটাররাই তাঁর মূল শক্তি।

গতকাল বিভিন্ন পথসভায় তিনি বলেন, এবার ভোট হবে নিজের পছন্দে, কোনো জোরজবরদস্তি চলবে না।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, যুগপৎ ধারার আন্দোলনের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি তাঁকে সমর্থন দিয়েছে।

এক নির্বাচনী সভায় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহবান জানান।

বান্দরবান : রোয়াংছড়িতে বিএনপির প্রচারণায় পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। গতকাল বিকেলে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।

গাজীপুর : গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মনজুরুল করিম রনি বলেন, গাজীপুরে ধানের শীষের পক্ষে জনসমর্থন স্পষ্ট। গতকাল বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে প্রথম জনসভায় তিনি সবাইকে মাঠে সক্রিয় থাকার আহবান জানান।

রাউজান (চট্টগ্রাম) : ধানের শীষের প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজানবাসী আগেও তাঁর পাশে ছিল, এবারও থাকবে বলে তিনি আশাবাদী। নির্বাচনে বিজয়ী হয়ে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।