আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার ৯৮১ জন। এর মধ্যে নারী প্রার্থী ৭৬ জন, যা মোট প্রার্থীর মাত্র ৩.৮৯ শতাংশ।
নিবন্ধিত ৯টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে কি না—এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থী অন্তর্ভুক্ত হয়েছেন। প্রার্থীর অন্তর্ভুক্তি শেষ মুহূর্ত পর্যন্ত হতে পারে। মাননীয় আদালত তাঁদের বিবেচনায় যতটুকু নির্দেশ দেবেন, আমরা তা অনুসরণ করব।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা বিশ্লেষণে জানা যায়, লড়াইয়ে থাকা ৫১টি দলের মধ্যে ২০টি দলের নারী প্রার্থী রয়েছে। ৭৬ জন নারী প্রার্থীর মধ্যে ১৫ জনই স্বতন্ত্র। দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন করে প্রার্থী দিয়েছে বিএনপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৩১ দলের কোনো নারী প্রার্থী নেই।
বিএনপির ১০ নারী প্রার্থী হলেন নাটোর-১ আসনে ফারজানা শারমীন, যশোর-২ আসনে
সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ ইশরাত জাহান ইলেন ভুট্টো, মাদারীপুর-১ নাদিরা আক্তার, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম, শেরপুর-১ আসনে সানসিলা জেবরীন, সিলেট-২ আসনে মহসীনা রুশদী, ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ। বিএনপির মোট প্রার্থী ২৮৮ জন, এর মধ্যে ৩.৪৭ শতাংশ নারী।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ১০ নারী প্রার্থী হলেন রংপুর-৩ আসনের প্রগতি বর্মন তমা, গাইবান্ধা-৫ আসনে রাহেলা খাতুন, জয়পুরহাট-১ আসনে তৌফিকা দেওয়ান, ঢাকা-৫ আসনে শাহীনুর আক্তার সুমী, ঢাকা-৭ আসনে সীমা দত্ত, গাজীপুর-১ আসনে তাসলিমা আক্তার, নোয়াখালী-৫ আসনে মুনতাহার বেগম, চট্টগ্রাম-১০ আসনে আসমা আক্তার, চট্টগ্রাম-১১ আসনে দীপা মজুমদার ও মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নওশীন তাসনিম চৌধুরী।
জাতীয় পার্টির নারী প্রার্থী ছয়জন। এরা হলেন ঠাকুরগাঁও-২ আসনে নুরুন নাহার বেগম, ঝিনাইদহ-১ আসনে মনিকা আলম, খুলনা-৫ আসনে শামীম আরা পারভীন, ঢাকা-১০ আসনে বহ্নি বেপারী, নরসিংদী-৫ আসনে মেহেরুন নেসা খান হেনা ও খাগড়াছড়ি আসনে মিথিলা রোয়াজা।
দলটির মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৯৬ জন।
গণফোরামের নারী প্রার্থী দুজন হলেন ঝিনাইদহ-৪ আসনে খুনিয়া খানম ও ঢাকা-৯ আসনে নাজমা আক্তার।
বাংলাদেশ মুসলিম লীগের একমাত্র নারী প্রার্থী দিনাজপুর-৩ আসনে লায়লাতুল রীমা।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদে চারজন নারী প্রার্থী। এঁরা হলেন বগুড়া-৬ আসনে দিলরুবা, মাগুরা-১ আসনে শম্পা বসু, বরিশাল-৫ মনীষা চক্রবর্তী ও কুমিল্লা-৬ আসনে কামরুন নাহার সাথী। এই দলের নারী প্রার্থীর হার ১০.২৫ শতাংশ।
ন্যাশনাল পিপলস পার্টির একজন নারী প্রার্থী, ঢাকা-১৮ আসনে ছাবিনা জাবেদ। ইনসানিয়া বিপ্লব বাংলাদেশের চারজন নারী প্রার্থী হলেন মুন্সীগঞ্জ-১ আসনে রোকেয়া আক্তার, ঢাকা-১৩ আসনে ফাতেমা আক্তার মুন্নি, গাজীপুর-২ আসনে সরকার তাসলিমা আফরোজ ও নরসিংদী-৫ আসনে তাহমিনা আক্তার।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুজন নারী প্রার্থী। তাঁরা হলেন ঢাকা-১৯ আসনে দিলশানা পারভীন ও ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ।
গণসংহতি আন্দোলনের নারী প্রার্থী তিনজন। তাঁরা হলেন নাটোর-২ আসনে তাহমিদা ইসলাম তানিয়া, টাঙ্গাইল-৫ আসনে ফাতেমা আক্তার ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নাহিদা জাহান।
গণঅধিকার পরিষদে নারী প্রার্থী তিনজন। এঁরা হলেন
সিরাজগঞ্জ-১ আসনে মল্লিকা খাতুন, ঢাকা-৮ আসনে মেঘনা আলম ও নরসিংদী-১ আসনে শিরীন আক্তার।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ছয় নারী প্রার্থী হলেন সিরাজগঞ্জ-৬ আসনে ইলোরা খাতুন, ফরিদপুর-৩ আসনে আরিফা আক্তার বেবী, ঢাকা-৭ আসনে শাহানা সেলিম, কুমিল্লা-৫ আসনে শিরিন আক্তার, নোয়াখালী-১ আসনে রেহেনা বেগম ও লক্ষ্মীপুর-৪ আসনে তানিয়া রব।
নাগরিক ঐক্যের একমাত্র নারী প্রার্থী শাহানাজ হক লড়ছেন পাবনা-৪ আসনে। বাংলাদেশের রিপাবলিকান পার্টির একমাত্র নারী প্রার্থী কুষ্টিয়া-৩ আসনের রুম্পা খাতুন। এবি পার্টিতেও একজন নারী প্রার্থী ঢাকা-১০ আসনের নাসরিন সুলতানা।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুজন নারী প্রার্থী। এঁরা হলেন নেত্রকোনা-৪ আসনে চম্পা রানী সরকার ও রাঙামাটি আসনে জুঁই চাকমা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির একমাত্র নারী প্রার্থী জলি তালুকদার লড়ছেন নেত্রকোনা-৪ আসনে। আমজনতার দলেও একজন নারী প্রার্থী শরিফা আক্তার রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একমাত্র নারী প্রার্থী আয়েশা আক্তার। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে।
বাংলাদেশ লেবার পার্টির নারী প্রার্থী চাঁদপুর-২ আসনে নাসিমা নাজনিন সরকার।
স্বতন্ত্র নারী প্রার্থী ১৫ জন : এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৫ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনে আশা মনি, রংপুর-৩ আসনে রীতা রহমান, রংপুর-৬ আসনে তাকিয়া জাহান চৌধুরী, গাইবান্ধা-১ আসনে ছালমা আক্তার, জয়পুরহাট-১ আসনে সাবেকুন্নাহার, ঢাকা-১ আসনে অন্তরা সেলিমা হুদা, ঢাকা-৯ আসনে তাসনিম জারা, টাঙ্গাইল-৩ আসনে আইরিন নাহার, ময়মনসিংহ-৬ আসনে আক্তার সুলতানা, ময়মনসিংহ-৯ আসনে হাসিনা খান চৌধুরী, কিশোরগঞ্জ-৪ আসনে রেহা কবির, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা, কুমিল্লা-৯ আসনে সামিরা আজিম, চট্টগ্রাম-২ আসনে জিন্নাত আক্তার, খাগড়াছড়িতে জিরুনা ত্রিপুরা।
এ ছাড়া তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী রয়েছেন রংপুর-৩ আসনে।