Image description

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সংক্রান্ত একটি ভিডিও-ও আরটিএনএন এর হাতে এসে পৌঁছেছে, ভিডিওতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেন।

স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অনুচিত এবং এটি তাদের মানসিক ও শিক্ষাগত পরিবেশের জন্য ক্ষতিকর। 

আর এক স্থানীয় মোঃ হাফিজ বলেন- "আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা এরকম অপকর্ম দেখতাম, এখন বিএনপিও সে পথেই হাঁটছে"

অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা নিষিদ্ধ।

ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।