Image description

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমার নেতা এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের নির্দেশে আমরা বলে আসছি আওয়ামী লীগ আমাদের ভাই, আওয়ামী লীগ আমাদের বন্ধু। যারা আওয়ামী লীগ করেছে, তারা কোনো অন্যায় করেনি।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ধানের শীষের প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

আব্দুর রহমান ফরাজী বলেন, রাঙ্গাবালী উপজেলায় এখন আর আলাদা করে আওয়ামী লীগ নেই।

তাঁর দাবি, এ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিএনপিকে সমর্থন করছেন।

 

তিনি দাবি করেন, ‘আপনার এলাকার আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। এই রাঙ্গাবালী উপজেলার সব আওয়ামী লীগ এখন বিএনপিকে সমর্থন করে। আপনারা সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন পরিচালনা করবেন।