Image description

চট্টগ্রাম- ৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন বলেছেন, ক্ষমতার লোভ বা ভোগের লালসা আমার নেই। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি চাইলে বিলাসী জীবন কাটাতে পারতাম। কিন্তু সন্দ্বীপের মানুষের দুঃখ-দুর্দশা আর বঞ্চনা আমাকে ঘরে থাকতে দেয়নি। আমি সব বিলাসিতা ত্যাগ করে শুধুমাত্র আপনাদের সেবা করতেই রাজপথে নেমেছি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় সন্দ্বীপের খন্তারহাট দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল থেকেই হাতপাখা প্রতীকের সমর্থনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শত শত নেতাকর্মী। মুহূর্তের মধ্যেই সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়। পরে একটি বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনি আমেজ তৈরি করে।

বক্তব্যে অধ্যাপক আমজাদ হোসেন আরো বলেন, সন্দ্বীপের মানুষ আজ পরিবর্তন চায়। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের মানুষ এখন বুঝতে শিখেছে, সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া তাদের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচিত হলে সন্দ্বীপকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব।

সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা বলেন, অধ্যাপক আমজাদ হোসেনের মতো উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তি সন্দ্বীপের রাজনীতির জন্য আশীর্বাদ। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে তারা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।