Image description

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ও আইসিসি। যেখানে বিসিবি আগেই জানিয়েছিল, নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে না বাংলাদেশ। অন্যদিকে আইসিসির স্পষ্ট বার্তা, ভারতে না খেললে বিকল্প দল নেওয়া হবে। এই প্রেক্ষাপটে নিজেদের সিদ্ধান্ত জানাতে আজই শেষ সময় পাচ্ছে বাংলাদেশ।

এই পরিস্থিতিতে আজ (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশ্বকাপ ইস্যুতে করণীয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। 

এমন পরিস্থিতিতেই বিষয়টি নিয়ে রীতিমতো হাস্যরসেই মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তার মতে, আল্টিমেটাম শেষ হওয়ার আগেই বিশ্বকাপে খেলতে রাজি হয়ে যাবে বিসিবি। এর পেছনে বড় ধরনের আর্থিক ও আইনি বাধ্যবাধকতার বিষয়ের প্রসঙ্গ টেনেছেন তিনি।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিসিবিকে উদ্দেশ করে আকাশ বলেন, ‘বাংলাদেশ, আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে যে সেখানে কোনো ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন, তবে আপনাদের পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে।’

আকাশ আরও বলেন, ‘আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। যাদের হারিয়ে ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল, সেই স্কটল্যান্ডের কপাল এবার খুলে যেতে পারে।" 

বাংলাদেশ কেন শেষ পর্যন্ত খেলতে যাবে, এমন যুক্তির ব্যাখ্যায় আকাশ চোপড়া বলেন, ‘আমি মনে করিয়ে দিতে চাই, এর পেছনে বড় ধরনের আর্থিক ব্যাপার জড়িত। আইসিসির আয়ের একটা বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোর কাছে যায়।’ 

সাবেক এই ক্রিকেটার সতর্ক করে এ-ও বলেন, ‘একবার মৌখিক বা লিখিত সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর পুরো দায়ভার বাংলাদেশের ওপর পড়বে এবং ভবিষ্যতে তাদের বড় সমস্যায় পড়তে হতে পারে।’

তবে আকাশের বিশ্বাস, বাস্তব পরিস্থিতি বিবেচনায় আগের অবস্থান থেকে সরে আসবে বিসিবি। তার ভাষ্যমতে, ‘আমার মনে হয় বাংলাদেশ হয়তো ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং জানাবে যে তারা বিশ্বকাপ খেলতে আসছে।’