Salahuddin Ammar (সালাউদ্দীন আম্মার)
"বিচারটা অন্তত কইরেন"
এই বাক্যটাই একজন তুমুল জনপ্রিয় ব্যক্তি শহিদ শরিফ ওসমান হাদি শাহাদাতের কিছুদিন আগে বলেছিলেন।
এদেশের বিচারব্যবস্থা নিয়ে ঠিক কতোটা অনিশ্চয়তা এবং নিজের জীবনকে কতোটা তুচ্ছ ভেবে এই কথাটি বলেছিলেন একটাবার ভাবেন।
লাশের বিনিময়ে চাকরি, লাশের বিনিময়ে টাকা হাসিনার সময়ের একটা স্বাভাবিক প্রথা। যে ব্যক্তির লাশ নিয়ে দেশ তোলপাড় হচ্ছে তাকে ডেকে নিয়ে ১০লাখ টাকার চেক ধরিয়ে দেওয়া। আর এটাও দেখেছি যে লাশগুলো সরকার এভাবে টাকা দিয়ে কিনেছে তাদের বিচার জীবনেও হয়নি।
শহীদ শরিফ ওসমান হাদির জন্য একটা পজিটিভ দিক হলো ভাই একটা প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। এখন এই প্লাটফর্ম কিভাবে ফাংশন করবে তার প্রতি ইনসাফ প্রতিষ্ঠায়, এই প্লাটফর্ম তার সংগ্রামগুলো কিভাবে সামনের দিকে নিয়ে যাবে এটার উপর ডিপেন্ড করতেছে শহীদ হাদি কতোটুকু মর্যাদা পাবে, কতোটুকু বিচার পাবে।
শহীদ শরিফ ওসমান হাদি একাধারে আওয়ামী ফ্যাসিবাদের যমদূত , ভারতীয় আধিপত্যবাদের জন্য দুঃস্বপ্ন , চাদাবাজ ,দূর্নীতিবাজদের বিরুদ্ধে আপোষহীন আবার কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত লড়াই করা একজন মানুষ।
মজার ব্যাপার হলো এই ৪ ধরনের মানুষই ইন্টেরিমে আছে, এই ৪ গুনের বাইরে কোনো রাজনৈতিক দলও তেমন নেই।
এদিকে হাদীবিপ্লবকে নর্মালাইজ করার জন্য পরিবারকে দেওয়া হচ্ছে কোটি টাকা, চাকরির অফারসহ অন্যান্য।
আমি পরিবারের কেউ না তাই তাদের নিষেধ করার এখতিয়ারও আমার নেই।
ইনকিলাবের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে যখন ডাকবে তখন আছে যতোদিন বেচে আছি ইনশাআল্লাহ।