দেশে আরেকটি নতুন বিশ্ববিদ্যালয় আসছে। যমুনা গ্রুপের পক্ষে `যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি' নামে একটি বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যমুনা গ্রুপের আবেদনের প্রেক্ষিতে ইউজিসিকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত দেশে বর্তমানে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা ১১৬টি। এ বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি এ আইন সম্পূর্ণরূপে বাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া) গেজেট আকারে জারি করার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে খসড়া নীতিমালা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।