Image description

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচার চলছে, বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। এ অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সত্য প্রচার করে আমাদের সাইবার যুদ্ধে বিজয়ী হতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে নাটোর-২ ধানের শীষের ক্যাম্পেইন ‘কেমন নাটোর চাই’ অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য ও নাটোর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, শহবদুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সদস্য সচিব মেসবাহ উদ্দিন তালুকদার অভি।