Image description

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাতে নয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বলছে, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য ও জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ‘গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটি’র অনুমোদন দেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাকে। সদস্যসচিব হয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদি।

কমিটির অন্য সদস্যরা হলেন— আমিরুল ইসলাম (কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক), আবু সাদিক কায়েম (কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি), ডা. রেদওয়ানুল ইসলাম (কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক), ইঞ্জিনিয়ার তানভীর হোসেন (কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক), এস এম ফরহাদ (কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস), মোস্তাকুর রহমান জাহিদ (কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি) এবং মুহিবুর রহমান (কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য)।

প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, ‘বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার মূলভিত্তি হলো জুলাই সনদ। এই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাষ্ট্রের আমূল সংস্কার অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করার মাধ্যমেই কেবল শহীদদের স্বপ্ন সার্থক করা সম্ভব।’

বিবৃতিতে তিনি ফ্যাসিবাদী শাসনের বিলোপ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা উল্লেখ করে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।

আরটিএনএন