Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যপক ড. শহিদ উদ্দিন আহমেদ বলেছেন, প্রকৌশল তথ্য প্রযুক্তিসহ সব খাতে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত উদ্যোক্তা তৈরি। উদ্যোক্তাদের সাফল্যের জন্য ইনোভেশন ও তাকে বাণিজ্যিক প্যাটেন্টে রূপান্তর এবং বিপণন কাঠামো তৈরি প্রয়োজন।

তিনি উদ্যোক্তাদের সরকারি বেসরকারি পর্যায়ে থেকে সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করে বলেন, সরকারের ওপর নির্ভরতা উদ্যোক্তাদের উদ্দেশ্যকে ব্যাহত করে এবং রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের পথ খুলে দেয়।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক  ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) "টেকনো ভার্স" ২০২৬ শীর্ষক ইনোভেশন ও প্রকল্প প্রদর্শন বিষয়ে দু'দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। সম্মাননীয় অতিথি হিসেবে আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের সাবেক ডিজি ও মেরিন নীতি বিষয়ক বিশেষজ্ঞ ক্যাপ্টেন মইন আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস. এম. লাবলুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. এ. বি. এম. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।  বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশীষ কুমার ভট্টাচার্য্য। দু'দিনব্যাপী অনুষ্ঠানমালা একটি বহুমাত্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে; যেখানে একাডেমিয়া, শিল্পখাত, গবেষক, পেশাজীবী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রকৌশল, প্রযুক্তি ও উদ্ভাবনের উদীয়মান ধারা নিয়ে আলোচনা করেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন প্রদর্শনী, প্রতিযোগিতা ও আলোচনায় অংশ নেন। পরে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

 

প্রথম দিনের পর্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার্স টেকনোলজি এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি তার আলোচনায় আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স নিয়ে অগ্রসর গবেষণা ক্ষেত্র, ভবিষ্যৎ প্রযুক্তির দিকনির্দেশনা এবং আগামী দিনে বাস্তব সমস্যার সমাধানে প্রকৌশলের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে মূল্যবান ধারণা উপস্থাপন করেন।