Image description

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন হারিয়েছেন। ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে বাসে তাকে কৌশলে ডিম খাওয়ানো হয়, যার প্রভাবে তিনি জ্ঞান হারান। পরে তার নগদ টাকা ও মোবাইল ফোন চুরি হয়ে যায়।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় রংপুর শহরের মডার্ন মোড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় তাজহাট থানা পুলিশ।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে ভ্রমণকালে বাসের ভেতর কিছু অপরিচিত ব্যক্তি তার সাথে কথোপকথন শুরু করে এবং এক পর্যায়ে কৌশলে তাকে একটি ডিম খাওয়ায়। ডিম খাওয়ার অল্প সময় পর তিনি মারাত্মক অসুস্থবোধ করেন ও জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরের ঘটনাপ্রবাহ তার স্মরণে নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, অচেতন অবস্থায় তাকে বাস থেকে রংপুরের মডার্ন মোড়ে নামিয়ে দেওয়া হয়। সেখানে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়, যার পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ‘অজ্ঞান পার্টি’ নামে সড়ক ও রেলপথে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র এই অপকর্মটি ঘটায়। তাদের কৌশল হলো যাত্রীকে খাদ্যের মাধ্যমে মাদক বা চোরাগোলা খাইয়ে অচেতন করে অর্থকরী লুট করা।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান নিশ্চিত করে বলেন, ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে এবং ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।