Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফরের সূচি প্রকাশ হয়েছে। সূচি অনুযায়ী ঢাকা থেকেই নির্বাচনী সফর শুরু করবেন তিনি। আগামী ২২ তারিখ থেকে তিনি নির্বাচনী সফর শুরু করবেন।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 
  
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এছাড়া, ২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওইদিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।