Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, এখনো কিশোর গ্যাং আর সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় ওসমান হাদি হত্যায় জড়িতসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

পরে শীতকালীন মানবিক উদ্যোগ হিসেবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন আসিফ মাহমুদ ও ঢাকা–৭ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তারেক এ আদেল।