সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় ধৈর্য ধারণ এবং পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘ধৈর্যের পরীক্ষায় সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’
তিনি আরও বলেন, ‘অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ব্যক্তি ও সমাজে মর্যাদা বৃদ্ধি পায়। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা'আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ’।