লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ডের অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টাংকির ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা।
রামগতি কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে মেঘনা নদীর টাংকিরঘাট এলাকায় অপরিচিত একটি ট্রাক দেখে সন্দেহ হলে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়।
তখন কোস্টগার্ড এসে ট্রাকটি তল্লাশি করলে বিপুল পরিমাণ জাটকা ইলিশ দেখতে পায়। তৎক্ষণাৎ ওই ট্রাক, ট্রাকের চালক ও হেলপারকে আটক করে কোস্টগার্ড। এবং ট্রাকভর্তি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রাকসহ আটক চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয় কয়েকটি মাদরাসা, এতিমখানা ও অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
জাটকা ইলিশ জব্দের বিষয়টি নিশ্চিত করে রামগতি কোস্টগার্ডের অফিসার মো. রিয়াদ হোসেন বলেন, জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।