Image description
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তার মা-বোনসহ পরিবারের অন্যান্য লোকজন। বুধবার (১৪ জানুয়ারি) তারা একটি গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর কবর জিয়ারত ও মোনাজাত করেন। এ সময় হাদির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ই ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলেও ১৮ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ২০ ডিসেম্বর লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর জাতীয় কবির সমাধির পাশে শায়িত হন ওসমান হাদি।

শীর্ষনিউজ