৫৪তম জাতীয় দিবস (ঈদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। আমিরাত দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সরকার সারাদেশে বিভিন্ন কারাগারে আটক হাজারও বন্দিকে ক্ষমা করে থাকে। গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় দিবস কিংবা উদযাপন উপলক্ষে বন্দিদের ক্ষমা ঘোষণা ও মুক্তি দেওয়া দেশটির দীর্ঘদিনের ঐতিহ্য।
সংযুক্ত আরব আমিরাতের শাসকরা নিয়মিতভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং জাতীয় দিবসের মতো উপলক্ষে রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন। এর উদ্দেশ্য হলো ক্ষমাশীলতা উৎসাহিত করা, পরিবারের পুনর্মিলন ঘটানো এবং সমাজে বন্দিদেরকে আবারও এক হয়ে চলার সুযোগ সহজ করে তোলা।
২০২৫ সালের শেষের দিকে ক্ষমা কর্মসূচির আওতায় আমিরাত হাজারও বন্দিকে মুক্তি দিয়েছে যার মধ্যে বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ঈদ আল ইতিহাদ (সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস) প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। এই দিনে ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতসমূহের ঐতিহাসিক ঐক্যকে স্মরণ করা হয়।
শীর্ষনিউজ