প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশে কালক্ষেপণ না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শ্রেণিপাঠদান শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমও শুরু করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে অধ্যাদেশের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা জানান।
অধ্যাপক ইলিয়াস বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সরকার কাজ করছে। মন্ত্রণালয় সর্বশেষ গতকাল জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির খসড়া অধ্যাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। এই মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলা ভাষা বাস্তবায়ন কোষ (বাবাকো) খসড়া অধ্যাদেশটির সঠিক ও প্রমিত ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। এই ধাপ শেষ হলে আরও দুই-একটি ধাপের কাজ বাকি থাকবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। শিক্ষার্থীদের সে পর্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি বলেন, একই সঙ্গে অধ্যাদেশের বাকি প্রক্রিয়াগুলোও দ্রুত শেষ করা দরকার। সত্যিকার অর্থে শিক্ষার্থীরা এখন একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অধ্যাদেশ জারি করে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করলে এই অনিশ্চয়তা কেটে যাবে।
এর আগে, এদিন বেলা ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করা হয়। অন্যদিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টা নাগাদ। একই সময়ে মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার বলেন, ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা আমরা দুপুর থেকে অধ্যাদেশের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছি। আমি এখন তাঁতীবাজারে রয়েছি। এখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে জড়ো হবে। অন্যদিকে আমতলী ও টেকনিক্যাল মোড় থেকেও শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে আসবেন। অধ্যাদেশ জারি হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। সন্ধ্যায় আমরা সায়েন্স ল্যাব থেকে আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।