চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। আটকদের মধ্যে ৮ পুরুষ, ৫ নারী এবং ৪ শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, তাদের বাড়ি খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটকরা ভারতের আগ্রা জেলায় বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষ করেছেন। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফ-এর ১২ ব্যাটালিয়নভুক্ত টিলাশন ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা ভারতীয় জেল থেকে মুক্তি পেলেও সীমান্ত দিয়ে ফেরার প্রক্রিয়াটি ছিল অবৈধ।
মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।