Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মৃধা পদত্যাগ করেছেন।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার তালমা বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। 

মো. মজিবর রহমান মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমি কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমার পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।