যুক্তরাষ্ট্রে নিলামে ৫০০ ডলারে (৬১ হাজার টাকা) একটি ছোট গুদাম কিনেছিলেন এক ব্যক্তি। পরে গুদামের ভিতরে থাকা একটি পুরনো সিন্দুকে তিনি সাড়ে ৭ মিলিয়ন ডলার (৯১ কোটি ৮০ লাখ ৯৫ হাজার টাকা প্রায়) খুঁজে পেয়েছেন।
ঘটনাটি ইতোমধ্যে আলোড়ন পড়েছে সামাজিক মাধ্যমে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছোট সেই গুদামটি নিলামে তুলেছিলেন ড্যান ডটসন, যিনি আমেরিকান রিয়েলিটি টিভি শো ‘স্টোরেজ ওয়ার্স’র জন্য বিখ্যাত। ওই শোতে কমপক্ষে তিন মাস ধরে ভাড়া পরিশোধ না করা গুদামগুলি নিলামে তোলা হয়। যিনি ওই গুদামটি কেনেন, গুদামের ভিতরে থাকা জিনিসপত্রের মালিকানাও তার।
সেই ড্যানের রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করে স্টোরাগ ই ওয়ার্স নামে যুক্তরাষ্ট্রের এক যুবক ৫০০ ডলারে এই ছোট গুদামটি কিনে নেন।
গুদাম কেনার পর ভেতরে ঢুকে দেখেন, সেটির ভিতরে একটি পুরনো সিন্দুক রয়েছে। সিন্দুকটি খুলতেই ভিতরের অবস্থা দেখে চোখ চরকগাছ। দেখেন কাড়ি কাড়ি ডলার। তারপর গুণে গুণে পান নগদ ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার।
শুধু স্টোরাগ ই ওয়ার্স-ই নন, ড্যানও সেই ঘটনা দেখে হতবাক হয়ে যান। প্রশ্ন তোলেন, কেউ কীভাবে এত টাকা ছোট একটি গুদামে ভুলে যেতে পারেন?
স্টোরাগের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই গুদামের প্রাক্তন মালিক বিষয়টি জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করেন। আইনজীবীর মাধ্যমে আলোচনা শুরু হয় গুদামের প্রাক্তন এবং বর্তমান মালিকদের মধ্যে। শেষমেষ ১৫ কোটি টাকায় (প্রায়) রফা হয়। চুক্তিও করেন উভয় পক্ষ।
ডটসন তার স্ত্রী এবং সহকর্মী নিলামকারী লরা ডটসনের সঙ্গে তার যৌথ ইউটিউব চ্যানেলে বিষয়টি শেয়ার করেছেন। তারা বলছেন, ‘আমার পাশের টেবিলে থাকা একজন বয়স্ক এশিয়ান মহিলা আমার দিকে এমনভাবে তাকিয়ে ছিলেন যেন তিনি আমাকে কিছু বলতে চান। অবশেষে তিনি কাছে এসে বললেন যে- তার স্বামী এমন একজনের সঙ্গে কাজ করে যে আমার কাছ থেকে ৫০০ ডলার দিয়ে একটি ইউনিট কিনেছিলেন এবং ভেতরে একটি সিন্দুক খুঁজে পেয়েছেন।’
তিনি আরও দাবি করেন, ক্রেতা ইউনিটটি খোলার জন্য কাউকে ডেকে এনেছিলেন কিন্তু ব্যর্থ হন। পরে তারা ‘দ্বিতীয় একজনকে ডাকেন এবং যখন সেই ব্যক্তিটি এটি খুললেন... সেফের ভিতরে সাধারণত খালি থাকে, কিন্তু এবার এটি খালি ছিল না। এর ভিতরে ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার নগদ ছিল।’
শীর্ষনিউজ/