Image description

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানি দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা বেশ পুরোনো। বাবর অনিয়মিতভাবে সুযোগ পেলেও এখন ফরম্যাটটিতে ব্রাত্য রিজওয়ান। বর্তমানে দুই পাক তারকাই খেলছেন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। সেখানেও একই পরিস্থিতি। নগণ্য স্ট্রাইকরেটের কারণে ব্যাটিংয়ের মাঝপথে তুলে নেওয়া হয় রিজওয়ানকে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

গতকাল (সোমবার) বিগ ব্যাশে সিডনি থান্ডারের বিপক্ষে আগে ব্যাট করতে নামে রিজওয়ানের দল মেলবোর্ন রেনেগেডস। তাদের শুরুটা ভালো হয়েছিল দুই ওপেনার জশ ব্রাউন ও টিম সেইফার্টের কল্যাণে। উদ্বোধনী জুটিতে তারা ৬.৫ ওভারে ৬২ রান তোলেন। ব্রাউন ২৫ বলে ৩৫ রান করলেও, ধীরগতিতে ব্যাট করেন সেইফার্ট (২৫ বলে ২৯)। রেনেগেডস ৯০ রানে চতুর্থ উইকেট হারালে ক্রিজে আসেন রিজওয়ান। ব্যাটিংয়ে বেশ সংগ্রাম করতে হয় সাবেক এই পাকিস্তানি অধিনায়ককে। ২৩ বলে ২ চার ও এক ছক্কায় তিনি ২৬ রান করেন।

বড় পুঁজি না পাওয়ার শঙ্কায় ১৮তম ওভারে রিজওয়ানকে তুলে নেয় মেলবোর্ন রেনেগেডস। তাকে উঠিয়ে নেওয়ার ধরনটা ছিল দৃষ্টিকটু। অধিনায়ক উইল সাদারল্যান্ড বাউন্ডারি লাইনে এসে হাতের ইশারায় পাক তারকাকে উঠে যেতে বলেন। ওই সময় এক ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘আমার মতে এটি (রিজওয়ানকে তুলে নেওয়া) সত্যিই ভালো সিদ্ধান্ত, সম্ভবত আরও দুই-এক ওভার আগে উঠিয়ে নেওয়া দরকার ছিল।’

এদিকে, রিজওয়ানের জায়গায় বদলি নামা সাদারল্যান্ডও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি স্রেফ একটি বল মোকাবিলা করেন। বিনিময়ে ১ রান নিয়ে রানআউটে কাটা পড়েছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। তার স্কোর দেখে পাল্টা খোঁচাটা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তিনি স্কোরশিটের ছবি যুক্ত করে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটা রিজওয়ানের দলীয় অধিনায়কের পারফরম্যান্স– যে রিজওয়ানকে ডেকে ক্রিজ থেকে তুলে নিয়েছিল। তার নিজেরই বরং লজ্জিত হওয়া উচিত।’

আলোচিত ওই ঘটনার পর অল্প সময়ের মাঝে কয়েকটি উইকেট হারায় মেলবোর্ন রেনেগেডস। শেষ ২ ওভারে ১৬ রান তুলতেই তাদের ৩ উইকেট পড়ে। শেষমেষ ২০ ওভার শেষে মেলবোর্নের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৭০ রান। তাদের পক্ষে ৩১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন হাসান খান। পরবর্তীতে বৃষ্টির বাগড়ায় ম্যাচটি নেমে আসে ১৬ ওভারে। বৃষ্টি আইনে রিজওয়ান-সাদারল্যান্ডের মেলবোর্ন রেনেগেডসকে ৪ উইকেটে হারায় সিডনি থান্ডার। তাদের হয়ে ১৩ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন ক্রিস গ্রিন। এ ছাড়া স্যাম বিলিংস ৩৩ ও নিক ম্যাডিসন ৩০ রান করেন।

চলমান আসর দিয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলছেন রিজওয়ান। অনাকাঙ্ক্ষিত পারফরম্যান্সের জন্য অভিষেক আসরটা তিনি নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন। ৮ ম্যাচে তিনি কোনো ফিফটি করতে পারেনি, সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। ১০২ স্ট্রাইকরেট এবং ২১ গড়ে করেছেন ১৬৭ রান।