Image description
 

দেশের ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১৮১ কোটি ৮৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকার সোনারগাঁও সিডস ক্রুশিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৮০ টাকা ৮৫ পয়সা।

বৈঠকে সয়াবিন তেল কেনার পাশাপাশি সার আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।