Image description

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াইঘণ্টা পর মধ্যরাতে নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয় স্ক্র্যাপের ভাগাড়ে।

আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। মহেশখালী ও চকরিয়া ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১১টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রাতে মহেশখালী ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’

আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, ফলে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী অনেক পরিবার নিরাপত্তার কারণে বাড়িঘর থেকে বেরিয়ে আসেন।

বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।