সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রোববার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন পার্বত্য জেলা ব্যতীত ৬১ জেলায় এক হাজার ৪০৮ কেন্দ্রে ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে আরও বলা হয়, লিখিত পরীক্ষা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ জেলা প্রশাসন সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারা দেশে প্রশ্নপত্র ফাঁস হয়নি, কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
অন্যদিকে পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে একদল শিক্ষার্থী অভিযোগ করেন। তারা পরীক্ষা বাতিলের দাবি জানান।