Image description

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে বিএনপির সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

বিএনপির সমর্থন পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখনো তাদের মনোনয়ন দেওয়া প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। কিন্তু আমি আশা করি, যেহেতু আমাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম হবে।

এর আগে আপিল করে বগুড়া-২ আসন থেকে তিনি ইসিতে প্রার্থিতা ফিরে পান। এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে। 

সম্প্রতি মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঢাকা-১৮ আসনে তার মনোনয়নপত্র বৈধ হলেও বগুড়া-২ আসনের রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন দুটি আসন থেকেই ভোট করতে পারবেন মাহমুদুর রহমান মান্না।