২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় গ্রেপ্তার হওয়ার পর চাকরি হারিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান সোনিয়া। গত ২৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা শিক্ষা অফিসারের জারি করা এক অফিস আদেশে ৭ বছর আগের সেই সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। পরদিন ২৯ ডিসেম্বর পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন সোনিয়া।
জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট মধ্যরাতে পুলিশের হাতে আটক হয়েছিলেন নুসরাত জাহান সোনিয়া।
ওই সময়ে সোনিয়া ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে একই বছরের ২৩ নভেম্বর সিজারিয়ান সেকশনে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
এদিকে গত ২৮ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘কলাপাড়া উপজেলার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান সোনিয়ার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত কলাপাড়া বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআর মামলা নং-৩৩৭/১৮, পরবর্তীতে (ঢাকা) মামলা নং-৩৮৫/১৯, বরিশাল সাইবার ট্রাইব্যুনাল নং ৬১/২১ মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এতে আরো বলা হয়, শিক্ষকের সাময়িক বরখাস্তকালীন সময় চাকরিকাল হিসেবে গণ্য হবে এবং তিনি বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন সময়ের বেতন-ভাতা বকেয়া হিসেবে প্রাপ্য হবেন।