Image description

প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা। তারা বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে প্রশাসনকে আরো কঠোর নজরদারি বাড়াতে হবে।

দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেন, রাজধানীতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করে খুনিরা প্রকাশ্য পালিয়ে গেলেও এখনো তাদের গ্রেফতার করা যায়নি। শহীদ ওসমান হাদির হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে পারেনি সরকার। আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও অপরাধীদের ওপর গোয়েন্দা নজরদারির অভাবে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপশক্তি মাঠে নেমেছে। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে একটি বিশেষ দলের প্রতি প্রশাসনের ঝোঁক বাড়ছে। এতে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বিনষ্ট এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বৈঠকে খেলাফত মজলিস নেতারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল, অস্ত্র উদ্ধার ও সাঁড়াশি অভিযান জোরদার করতে হবে। খুনি ও ফ্যাসিবাদী অপশক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনি পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে হবে।

রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সন্ধ্যায় আয়োজিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।