Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নয়ানগর গ্রামের শত শত নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে গজারিয়া থানার নতুন গেটের সামনে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাইয়ের ঝগড়ার সময় তাদের মা তাসলিমা বেগম জান্নাত হোসেনকে ডেকে নেন। এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে জান্নাত নিহত হন। তিনি নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।

 

এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—শাহীন রাঢ়ী, তার তিন ছেলে রিয়াদ, তারেক ও তাজবীন রাঢ়ী এবং স্ত্রী তাসলিমা বেগম।