Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনায় নাটকীয় মোড় দেখা দিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে ইংরেজি, মনোবিজ্ঞান ও রসায়ন বিভাগের ভোটের ফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির প্রার্থীরা এ তিন কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে আছেন, যা নির্বাচনের গতিপ্রকৃতি আরও চমকপ্রদ করেছে।

সর্বশেষ ফলাফলে ইংরেজি বিভাগে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) ১৯৮ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) ১২৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) ১৯৪ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৪৫ ভোট অর্জন করেছেন। এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা (ছাত্রশিবির) ১৮৮ ভোট এবং তানজিল (ছাত্রদল) ৮৫ ভোট পেয়েছেন।

মনোবিজ্ঞান বিভাগে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) ১২৪ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) ৮৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) ৮৬ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩৩ ভোট অর্জন করেছেন। এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা (ছাত্রশিবির) ৮৯ ভোট এবং তানজিল (ছাত্রদল) ৮৮ ভোট পেয়েছেন।

রসায়ন বিভাগে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) ২২৩ ভোট এবং একেএম রাকিব (ছাত্রদল) ১১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) ২২৭ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৬২ ভোট অর্জন করেছেন। এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা (ছাত্রশিবির) ১৭০ ভোট এবং তানজিল (ছাত্রদল) ১৪৪ ভোট পেয়েছেন।

এর আগে ২৩ নং কেন্দ্র তথা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউট  আনুষ্ঠানিক ফলাফল ভিপি পদে রিয়াজুল ইসলাম : ৯৭ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব : ৯২ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ১০২ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৪৪ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ৯১  (ছাত্রশিবির) ও তানজিল: ৮৪ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

২২ নং কেন্দ্র তথা ইসলামিক স্টাডিজ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০৩ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব ৭৭ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৭৮ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা ৩২ (ছাত্রদল); এজিএস পদে মাসুদ রানা ১৫৩ (ছাত্রশিবির), তানজিল  ১২৫ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

এছাড়াও ২১ নং কেন্দ্র তথা গণিত বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম : ২০৩  (ছাত্রশিবির), একেএম রাকিব : ১১১ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ২১৫ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৫৯ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ১৮১  (ছাত্রশিবির) এবং তানজিল: ১১০ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

এর আগে সঙ্গীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে আসনটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। এক ভোটও পায়নি শিবিরের জিএস ও এজিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। অন্যদিকে এজিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি।