Image description

চট্টগ্রামে অস্ত্র ধরে হাজারী গলির এক স্বর্ণ ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ব্যবসায়ীর নাম পরিচয় জানায়নি। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পাঁচশালাইশ থানায় মামলা করেছেন।

সোমবার (০৫ জানুয়ারি) ভুক্তভোগী এ মামলা করেন। এর আগে রোববার (০৪ জানুয়ারি) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে কথা বলে জানা গেছে, রোববার বাসা থেকে তার কারিগররা কারখানায় আসছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। এ দরে দলে প্রায় ০৮-১০ জন সদস্য ছিল। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে আমার কর্মচারীদের জিম্মি করে তাদের কাছে থাকা ৪২ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যায়।

ছিনতাইকারীদের মধ্যে একজনকে আমার কারিগরদের চিনতে পেরেছে। তার নাম সুমন। যে বিগত চার পাঁচ বছর আগেও আমার ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ডাকাতি করেছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত কোন কিছু বলা যাচ্ছে না।