Image description

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন ও সদস্য সচিব সেলিম রেজাসহ আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শাখা ছাত্রদলের একাংশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত লিখিত সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

লিখিত বক্তব্যে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন সিয়াম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আহ্বায়ক ও সদস্য সচিব সমষ্টিগত নেতৃত্বের পরিবর্তে একক সিদ্ধান্ত ও গ্রুপভিত্তিক রাজনীতি চর্চা করে আসছেন। নিজেদের পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠনের কারণে আহ্বায়ক কমিটি ইতোমধ্যে তিনবার বর্ধিত করা হলেও বহু ত্যাগী ও আন্দোলন–সংগ্রামে সক্রিয় নেতাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ ৪৫ দিন হলেও এক বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ১৩ মাসে একদিনের জন্যও সকল সদস্যকে নিয়ে কোনো কর্মীসভা বা সাংগঠনিক বৈঠক আয়োজন করা হয়নি, যা গুরুতর সাংগঠনিক গাফিলতির পরিচয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ক্যাম্পাসে বিরাজমান বিশৃঙ্খলা নিরসনে নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এছাড়া ব্যক্তিগত গ্রুপের বাইরে থাকা নেতাকর্মীদের প্রতি অবহেলা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি, ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুনদের প্রাধান্য দেওয়া এবং গঠনতন্ত্রবহির্ভূতভাবে তথাকথিত ‘সুপার ফাইভ’ গঠন করে আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালানো হয়েছে।
এসব অনিয়ম ও অযোগ্য নেতৃত্বের কারণে তিতুমীর কলেজ ছাত্রদল সাংগঠনিক সংকটে পড়েছে উল্লেখ করে তারা জানান, বর্তমান আহ্বায়ক কমিটির সঙ্গে কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।

এ সময় লিখিতভাবে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও ছাত্রদলের সুনাম রক্ষার স্বার্থে আহ্বায়ক কমিটির ‘সুপার ফাইভ’কে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পাশাপাশি ত্যাগী, মেধাবী ও পরীক্ষিত ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করে একটি গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

দাবি মানা না হলে তিতুমীর কলেজ ছাত্রদলের সকল যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক সদস্য একযোগে পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।