Image description
 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বা তিনি ‘মৃত্যুশয্যায়’ রয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

 

এবি জুবায়ের তাঁর পোস্টে লেখেন, ওবায়দুল কাদের বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। তবে তিনি এই অবস্থায় তাঁর সুস্থতা কামনার চেয়ে বিচার প্রক্রিয়ার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। জুবায়ের লিখেছেন, “দোয়া করি বিচার সম্পন্ন না হওয়ার আগে ওর মৃত্যু না হোক।”

পোস্টটিতে তিনি আরও উল্লেখ করেন যে, ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরিয়ে আনার বিষয়েও কেউ কেউ দাবি তুলেছেন। তিনি লেখেন, “সামওয়ান সেইড ওবায়দুল কাদেররে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরিয়ে আনা হোক!”

 

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবস্থান নিয়ে জনমনে নানা কৌতূহল রয়েছে। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং বিদেশে চিকিৎসাধীন ছিলেন বলে গুঞ্জন ছিল। তবে তাঁর বর্তমান সঠিক অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিবেদন বা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

 

জুবায়েরের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।